আন্তর্জাতিক: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপে নিউ স্টার্ট পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আরও পাঁচ বছর বাড়ানোর প্রসঙ্গে পুতিনের সঙ্গে আলোচনা করেন তিনি। এরপরই রাশিয়ার সংসদে এ চুক্তি বাড়ানোর জন্য একটি বিল উত্থাপন করা হয়। আগামী সপ্তাহে এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুই দেশের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন। ফোনালাপে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাইডেন। পাশাপাশি রাশিয়াকে ইউক্রেনের ওপর আগ্রাসন বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।
২০০৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করা হয়। এরই অংশ হিসেবে ২০১০ সালে ওবামা রাশিয়ার সঙ্গে ‘নিউ স্টার্ট’ নামে ঐতিহাসিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেন। বিশ্লেষকরা এই চুক্তিকে ওবামা প্রশাসানের জন্য একটি বড় রাজনৈতিক জয় হিসবে আখ্যা দিয়েছিলেন।
এন-কে