দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও বিরতীহীনভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন। এই মুহুর্তে চলছে ভোট গণনার কাজ।
আজ ১৪ ফেব্রুয়ারি, রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ছিলো সন্তোষজনক, নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোট দিয়েছেন।
এখন চলছে ভোট গণনার কাজ। নির্বাচনের ফলাফল কেমন হবে, তা নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন প্রার্থীরা।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাজু আহাম্মেদ জানান, পৌর নির্বাচনকে সুষ্ঠু,নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। দু একটা বিচ্ছিন্ন ও অনাকাঙ্খিত ঘটনা বাদে নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
কেএন