আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় কারাগারে গিয়ে ‘নির্যাতিত’ রুপম কান্তি দেবনাথের জামিন বাতিল করেছেন আদালত। জামিন মঞ্জুর হওয়ার পরদিনই আবার বাতিল হলো তার জামিন।
আজ ৪ মার্চ, বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন বাতিলের আদেশ দেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, হাজতবাস ও শারীরিক অসুস্থতার কারণে জামিন মঞ্জুর করার পরও যথাসময়ে জামিননামা দাখিল না করায় রুপম কান্তি দেবনাথের জামিন বাতিল করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, পূর্বপরিচিত রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় (জিআর মামলা নম্বর ৩৩২/১৮) গত বছরের ১৫ ডিসেম্বর কারাগারে যান রুপম। আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী সুমন আদালতে রুপম কান্তির জন্য দুটি পিটিশন দিয়েছিলেন। শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে গতকাল বুধবার (৩ মার্চ) তার জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
কেএন