
গুগলের জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ইউটিউবে চ্যানেল করা যায়। যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে ইউটিউবে চ্যানেল খোলার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে নতুন চ্যানেল তৈরির ধাপগুলো:-
# জিমেইলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে সাইন-ইন করুন।
# উপরে ডান পাশে ‘প্রোফাইল আইকন’ ক্লিক করুন এবং সেখানে ‘ক্রিয়েট অ্যা চ্যানেল’-এ ক্লিক করুন।
# এরপর আপনার সামনে দুটি অপশন আসবে। ই-মেইলের নামে অ্যাকাউন্ট ও পছন্দের নামে অ্যাকাউন্ট। যেকোন একটিতে ক্লিক করে চ্যানেল ক্রিয়েট করে ফেলুন।
এর পরের পর্যায়ে আপনি সেটিংস দেখতে পাবেন। এতে যেসব অপশন রয়েছে সেসব হলো-
# প্রোফাইল পিকচার আপলোড করা।
# চ্যানেলের ডেসক্রিপশন দেয়া।
# ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক দেয়া।