ক্রিকেটার নাঈমকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩২ তম ব্যাচের ছাত্র নাঈম হাসান জাতীয় ক্রিকেট দল থেকে ডাক পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
তাঁরা বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাঈম হাসানের এমন কৃতিত্বে আমরা সত্যিই আনন্দিত। নাঈম শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। আমাদের বিশ্বাস, এই সিরিজে ও পরবর্তীতে অনেক ভালো খেলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করবেন এবং চট্টগ্রামের, একই সাথে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
নাঈম হাসানকে বিশেষ করে অভিনন্দন জানিয়েছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রীড়া উন্নয়ন কমিটির আহবায়ক আহমদ রাজীব চৌধুরী, সর্বসদস্য খুরশিদুর রহমান, হাছানুল ইসলাম চৌধুরী, স্টিভ অস্কার ডি’ রোজারিও, বদরুল হাছান আউয়াল, হিল্লোল সাহা, কামরুল হাছান, তাসনিম উদ্দিন চৌধুরী এবং সদস্য সচিব পঙ্কজ বিশ্বাস।
সিটিজিনিউজ/এইচএম